যদি যোগ্য মনে হয়, আমাকে সেবা করার সুযোগ দিবেন: মুকিত
লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশাঈদ রহমান মুকিতের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করা হয়েছে। সোমবার (৬ মে) উপজেলার মদনপুর ও কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করা হয়।
এ সময় বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশাঈদ রহমান মুকিত বলেন, আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন, সকাল-সকাল আসবেন।
তিনি আরোও বলেন, আমি একজন প্রার্থী হিসেবে বলছি আপনাদের যাকে যোগ্য মনে হয়, তাকেই আপনারা ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন। আমি তালায় মার্কায় বন্দরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছি। আমি আপনাদের নিকট ভোট নিবেদন করছি এবং দোয়া চাইছি। যদি আমাকে যোগ্য মনে হয়, যদি মনে হয়-আমি আপনাদের সেবা করতে পারব। তাহলে আমাকে সেবা করার সুযোগ দিবেন এবং তালা মার্কায় ভোট দিবেন।