উপজেলা পরিষদ নির্বাচন: রূপগঞ্জে ভোটের মাঠে ১৩ প্রার্থী
লাইভ নারায়ণগঞ্জ: আগামী ২১ মে অনুষ্ঠেয় আড়াইহাজার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে রোববার (২১ এপ্রিল) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন, তারা হলেন- সেলিম প্রধান, গাজী গোলাম মর্তূজা, মো. তাবিবুল কাদির তমাল, মো. হাবিবুর রহমান, আবু হোসেন ভুঞা (রানু)। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন, তারা হলেন- মোহাম্মদ স্বপন ভূইয়া, মো. হাবিবুর রহমান (হারেজ), রাসেল আহাম্মেদ, মো. মিজানুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন- ফেরদৌসী আক্তার, ফেরদৌসী জান্নাত, সৈয়দা ফেরদৌসী আলম নৗলা, তানিয়া সুলতানা।
জানা গেছে, ‘নির্বাচন কমিশন এ বছর উপজেলা নির্বাচনে প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ মে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ হবে ১ মে।