বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
আড়াইহাজারজেলাজুড়েরাজনীতি

আড়াইহাজারে মৎস্যজীবি দলের সেক্রেটারী নাশকতার মামলায় গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক রিপন মিয়াকে ( ৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।

গ্রেপ্তারকৃত রিপন মিয়া আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামের জিয়াউদ্দিনের ছেলে ও উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারের বিষয়ে রিপনের স্ত্রী ছানিয়া আক্তার জানান, রাত ২টার দিকে একদল পুলিশ তার স্বামী রিপনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তার নামে কোন মামলা নেই।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email