রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
জেলাজুড়েশিক্ষাসদরসাহিত্য

বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

লাইভ নারায়ণগঞ্জ: বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও নাট্যানুষ্ঠান আয়োজন করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি’র সেমিনার কক্ষে এ আলোচনা সভা ও মঞ্চ নাটক ‘‘সুবর্ণ গাও’’প্রদর্শণ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা কালচারাল অফিসার রুনা লায়লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগের সভাপতি মন্ডলীর সদস্য বাবু উত্তম কুমার সাহা,সংশপ্ত নাট্য দলের কর্ণধার সানাউল হক.বন্দর সিরাজউদ্দৌলা নাট্যদলের কর্ণধার খালেকুজ্জামান জামান(মিয়া জামান),বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,উম্মেষ সাংস্কৃতিক সংসদের প্রতিনিধি সুজয় রায় চৌধুরী ও ঐকিক থিয়েটারের প্রতিনিধি আতিকুল ইসলাম মুন্না।

জেলা শিল্পকলা একাডেমি’র অভিনয় প্রশিক্ষক আবু হানিফা মাসুমের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সভাপতি দেলোয়ার হোসেন দেলু,জনেজন নাট্য সম্প্রদায়ের সভাপতি মহিউদ্দিন খোকা,সিরাজউদ্দৌলা নাট্য দলের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, বশির খান,খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য নাট্যকর্মীবৃন্দ। পরিশেষে সুবর্ণ গাও নাটকে অংশগ্রহণকারী অভিনয় শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

RSS
Follow by Email