সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led02জেলাজুড়েফতুল্লা

লিংক রোডে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এক সড়ক দুর্ঘটনায় ঝানু বেগম (৫০) নামে এক নারীর নিহত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ১১ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারী এলাকায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া লাইভ নারায়ণগঞ্জকে বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী সড়কে অজ্ঞাত গাড়ির চাপায় ঝানু নামে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গয়ে লাশ উদ্ধার করি। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে প্রেরণে করা হয়েছে। নিহত নারী চাঁনমারী এলাকায় বসবাস করেন। তার কোন বাড়ি ঘর নেই। সড়কের পাশেই বসবাস করতেন। ঘাতক গাড়ি ও চালকের পরিচয় শনাক্ত করতে আমরা সব ধরণের চেষ্টা করছি।

RSS
Follow by Email