বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led03জেলাজুড়েরাজনীতিসদর

শুধু দেশ নয় আমাদের মানসিকতাও উন্নত হতে হবে: চন্দন শীল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ হাই স্কুলের সভাপতি চন্দন শীল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে আজ পদ্ধা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল সহ নানা মেগাপ্রকল্প বাস্তবায়ন করেছে যা অতীতের কোন সরকার পারে নি। তার নেতৃত্বে দেশে স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্মেন্ট গড়ে উঠেছে। তবে শুধু দেশ উন্নত হলে হবে না, আমাদের মানসিকতাকেও উন্নত হতে হবে। আমাদের উদ্ধার চিন্তাভাবনা করতে হবে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য এ কথা বলেন চেয়ারম্যান চন্দন শীল।

সভায় চেয়ারম্যান চন্দন শীল আরও বলেন, আমরা যেন ইতিহাস যেনে তারপর কথা বলি, ইতিহাস না জেনে কথা না বলি। আমরা আমাদের বক্তব্য এমন কথা বলবো না যেটা শুনে বিরক্তি ভাব আসে। আমাদের বহু কাঙ্খিত স্বাধীনতার লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ, যেই স্বাধীন দেশে কোন বৈষম্য থাকবে না। এই দেশে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই ছিলো স্বাধিনতার লক্ষ্য। এই বিষয়গুলোই ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণে প্রতিফলিত হয়েছিলো। এই ভাষণের মাঝে এক আবেদনের সাড়া দিয়ে ৩০ লক্ষ মানুষ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। আমরা আমাদের স্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করবো, তাহলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে পারবো। আমরা চাই ভবিষৎ প্রজন্মের জন্য একটু সুন্দর সোনার দেশ রেখে যেতে।

এসময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ হাই স্কুলের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email