রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
সদর

ডনচেম্বারে নির্মাণাধীন ভবন থেকে পরে গৃহবধূর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর ডনচেম্বার এলাকায় নির্মাণাধীন ভবনের ৪তলা থেকে পড়ে জেরিন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।

নিহত জেরিন জনি রহমানের স্ত্রী। তারা মিশনপাড়া এলাকায় ভাড়া থাকতেন।

জেরিনের বাবা বন্দরের ইস্পাহানী এলাকার বাসিন্দা মো. আলী হোসেন বলেন, ২০১৭ সালে তার মেয়ে জেরিনের বিয়ে হয়। জেরিনের স্বামী পেশায় গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী। জেরিনের ভাসুর হাসান রহমান ডনচেম্বার জামে মসজিদের পাশে একটি জমি ক্রয় করে সেখানে ভবন নির্মাণ করছে। সেই ভবনের ৭তলার ফ্ল্যাটটি ছোট ভাই জনিকে দিয়েছেন হাসান রহমান।

বৃহস্পতিবার সকালে মেয়ে জাবরিনকে ডনচেম্বারে স্কুলে দিতে যান জেরিন। এ সময় স্বামী জনি ও ছেলে জায়ান বাসায় ছিল। মেয়েকে স্কুলে দিয়ে ডনচেম্বারে নির্মাণাধীন ভবনে যান জেরিন। সেই ভবনের ৪তলা থেকে জেরিন নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

RSS
Follow by Email