বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led02জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দুই নারী দগ্ধ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এক বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে ওই ঘটনা ঘটে।

দগ্ধরা হলো মোছা. আইরিন (৩২) ও মোছা. জান্নাত (২৪)। দগ্ধদের রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোছা. আইরিন ও জান্নাত নামে দুই নারী দগ্ধ হন। তাদের দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে বলেন, রাতে নারায়ণগঞ্জ থেকে দুই নারীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। মাইনর বার্ন।

RSS
Follow by Email