বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05জেলাজুড়েসদর

গোগনগরে ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে গণধোলাই, হাসপাতালে ভর্তি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার (২২ মার্চ) ভোরে উপজেলার গোগনগর এলাকায় ওই ঘটনা ঘটে। 

এ সময় পুলিশ জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শাহাদাত হোসেন।

তিনি জানান, আমরা ভোরে জরুরী সেবা ৯৯৯ কল পেয়ে জানতে পারি, গোপনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে ৪ ব্যাক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীরা। তাৎক্ষণিক আমরা আমাদের পুলিশ ফোর্স পাঠাই ঘটনাস্থলে। আমাদের পুলিশ অভিযুক্ত চার ব্যাক্তিকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আপাতত চিকিৎসাধীন আছে। আমরা চেষ্টা করছি তাদের পরিচয় জানার জন্য।

আহতরা হলেন, জল্লারপাড়া মসজিদ গলির রবিন গাজী (২৬), শহীদ নগর মেম্বার গলির মহিউদ্দিন (২৮), গোপচর বড় মসজিদের অনিক হাসান (২৮), বন্দরের বাসিন্দা নয়ন (৩২)।

পুলিশের এই অফিসার জানান, হাসপাতালে পুলিশের আওতায় আছেন তারা। আমরা ঘটনার যাচাই করছি। মামলা প্রক্রিয়াধীন আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

RSS
Follow by Email