বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led03জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে না.গঞ্জের এক ব্যাক্তি নিহত

লাইভ নারায়ণগঞ্জ: সদূর দক্ষিণ আফ্রিকার উমাডাঙ্গা শহরে এক বাংলাদেশি নাগরিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। বাংলাদেশ সময় সোমবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার (৯ আগস্ট) এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভগ্নিপতি মফিজ হোসেন মজু।

নিহতের নাম মাজেদুল হাসান লাকী (৪৮)। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে।

মফিজ হোসেন মজু বলেন, জীবিকার তাগিদে মাজেদুল ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি গাড়িতে করে বাসায় ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর গ্রামের বাড়ি সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুরে ছড়িয়ে পড়লে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

RSS
Follow by Email