বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led03জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

অসহায় ও দুস্থদের নিয়ে খোকার ইফতার

লাইভ নারায়ণগঞ্জ: দুস্থদের সাথে নিয়ে ইফতার করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা লিয়াকত হোসেন খোকা। মঙ্গলবার (১৯০ মার্চ) সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তায় লিজা পাম্পে বিকেলে ইফতারে খাবার প্রস্তুতির কাজে শরীক হন তিনি। নিজ হাতে খাবার পরিবেশন করে সবাইকে সাথে নিয়ে ইফতার সম্পন্ন করেন।

ইফতার শেষে লিয়াকত হোসেন খোকা জানান, প্রতিবারের মতো এবারও অসহায় গরিব-দুঃখীদের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন তিনি।

ইফতার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান জয়, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার প্রমুখ।

RSS
Follow by Email