মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতি

ফতুল্লা ইসলামী শ্রমিক আন্দোল‌নের আলোচনা সভা

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত হ‌য়। শ‌নিবার (১৬ মার্চ) বিকেলে ফতুল্লার পঞ্চব‌টি এলাকায় আকবর কন‌ভেশন সেন্টা‌রে এ অনুষ্ঠানের আ‌য়ো‌জন করা হয়।

এসময় ইমাম আহাম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাফেজ সৈয়দ মুহাম্মাদ ওমর ফারুক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মুহাম্মাদ ওমর ফারুক, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা, মুহাম্মাদ শফিকুল ইসলাম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা, আলহাজ্ব মুহাম্মাদ আমান উল্লাহ, সেক্রেটারী ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা, হাজী মুহাম্মাদ সাইদুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা। আরো উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, মুহাম্মাদ সেলিম হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক মুহাম্মাদ মাসুদুর রহমান, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় প্রধান অতিথি মুহাম্মাদ আমিনুল ইসলাম বলেন, ৯২% মুসলমানের দেশে কি করে বাণিজ্যমন্ত্রী বলেন খেজুর বা আঙ্গুর দিয়ে ইফতার করতে হবে কেন বড়ুই দিয়ে ইফতার করুন, এটাই তার অযোগ্যতার প্রমান। এছাড়াও দেশের সবচেয়ে বড় শিক্ষা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা চলাকালে ছাত্রলীগের গুন্ডারা অত‌র্কিত হামলা চালায় আমরা এর তীব্র নিন্দা জানাই।

RSS
Follow by Email