বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05ফতুল্লা

বন্ধুকে অপহরণের পর খুন: মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে অপহরণের পর খুনের ঘটনায় মৃত্যুদন্ড প্রাপ্ত ১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।আদমজীনগর কার্যালয় থেকে সোমবার (৯ জুলাই) দুপুরে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মাসুদ রানা ওরফে মাসুদ (২০)। সে সোনারগাঁ উপজেলার বাঘরী উত্তর পাড়া এলাকার আবুল হাসেমের ছেলে ও নিহত মামুন মিয়ার বন্ধু ছিল।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ জুলাই ১৮ বছর বয়সী সিএনজি চালক মামুন মিয়া সকাল ১০টায় প্রতিদিনের মতো বের হন। পরের দিন সকালে মামুনের মোবাইল দিয়ে তাঁর মা মোছা: সুফিয়া বেগমকে ফোন করে ৩ লাখ টাকা দাবি করেন। সুফিয়া বেগমের অনুরোধে ১ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপনে ছেড়ে দিবে শর্তে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি নির্মানাধীন বাড়ির নিচ তলায় নিয়ে রাখতে বলে। বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানিয়ে পাঠানতলীতে গেলে ৩ যুবক টাকা নেওয়ার সময় আটক হয়। অন্যান্য আসামীরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে জানায়, দেওয়া তথ্যে মামুন মিয়ার ছিন্নভিন্ন হাড়গুড়, মাথার খুলি, ব্যবহৃত জুতা ও জামা উদ্ধার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে আসামীরা জামিনে বের হয়ে আআত্মগোপনে চলে যায়। গত ২০২২ সালের ২৫ জুন নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা দুইজন অপহরণকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার রায় ঘোষানা করেন।

র‌্যাব-১১ এর আদমজীনগর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাসুদ রানাকে গুরুত্বের সঙ্গে গ্রেপ্তারের চেষ্টা করে। পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট দিবাগত রাতে ডিএমপি কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

RSS
Follow by Email