নিয়ন্ত্রণ হারিয়ে সিটি কর্পোরেশনের লেকে পড়লো বাস, ড্রাইভার-হেলপার আহত
লাইভ নারায়ণগঞ্জ: নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সিদ্ধিরগঞ্জ সিটি কর্পোরেশনের লেকের পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই বাসের ড্রাইভার ও হেলপার আহত হয়েছেন।
তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক।
এর আগে শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০ টায় আদমজী ফায়ার সার্ভিস অফিসের সামনে সিদ্ধিরগঞ্জ লেকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই বাসের ড্রাইভার-হেল্পারকে উদ্ধার করা হয়েছে। আহতরা হলেন জাহাঙ্গীর (৫০) ও আমানুল্লাহ (৪৩)।
এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, নিট কনসার্ন গার্মেন্টের একটি বাস শ্রমিকদের নামিয়ে চিটাগাংরোড থেকে আদমজীর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের মধ্যে পড়ে যায়। খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যে ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে আলিফ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও বলেন, বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয় নি। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।