শুক্রবার, মে ১০, ২০২৪
Led02জেলাজুড়েফতুল্লাবন্দরসোনারগাঁ

উপনির্বাচনে যে সব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

লাইভ নারয়ণগঞ্জ: ৯ মার্চ অনুষ্ঠিত হবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। সেই সাথে একই দিন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৩নং সাধারণ ওয়ার্ড সদস্য, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সংরক্ষিত সদস্য ও ১ নং ওয়ার্ডর সাধারণ সদস্য নির্বাচিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় ৮ মার্চ দিনগত রাত ১২ টা থেকে ৯ মার্চ রাত ১২ টা পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে জানানো হয়, ৪ ধরণের যান নির্বাচনী এলাকায় পূর্বে উল্লেখিত সময় পর্যন্ত নির্বাচনী এলাকায় চলাচল করতে পারবে না। এরা হলো- ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক। এছাড়া ৭ মার্চ দিনগত রাত ১২টা হতে ১০ মার্চ রাত ১২ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন ইত্যাদি প্রয়োজনে বাস্তবাতার নীরিখে ও স্থানীয় বিবেচনায় উল্লেখিত যানবাহন ছাড়াও অন্য যানবাজন চলাচলের উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈদ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া, জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহে অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।

RSS
Follow by Email