বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
Led03জেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

৭৯৪ বোতল ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ৭৯৪ বোতল ফেনসিডিলসহ সুমন মিয়া ওরফে অনিক নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার (১ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় থেকে এক অভিযানে তাকে আটক করা হয়।

আটককৃত সুমন মিয়া হলেন রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় আভিযান পরিচালনা করা হয়। এসময় একটি প্রাইভেটকার হতে ৭৯৪ বোতল ফেনসিডিল ও সুমন মিয়া ওরফে অনিক’কে (২৭) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এ চক্রের সদস্যরা পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ অন্যান্য মাদকদ্রব্যের এনে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় পৃথক পৃথক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। আটককৃত সুমন মিয়ার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

RSS
Follow by Email