রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েসদর

কিশোর গ্যাং‘র ৯ সদস্য র‌্যাবের হাতে গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ‘কিশোর গ্যাং’র ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সদর থানার এলাকায় অভিযান চালিয়ে ওই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ‘কিশোর গ্যাং লিডার’ মো. আমির (৩২) অন্যতম। এসময় তাদের কাছ থেকে ধারালো ছুরি ও লোহার পাইপ জব্দ করা হয়।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, র‌্যাব-১১ এর সিপিসি-১‘র গোয়েন্দা অনুসন্ধানে সদর মডেল থানাধীন এলাকায় কতিপয় কিশোর গ্যাং এর কার্যক্রম সংক্রান্ত তথ্য লাভ করে। জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তারের নামে পেশিশক্তি প্রদর্শন করে আসছে। গ্রেপ্তারকৃত আসামিরা ছোট ছোট গ্রুপ লিডার হয়ে পরিকল্পিতভাবে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অস্ত্রসস্ত্রের মহড়া প্রদর্শন করে থাকে বলে স্বীকার করে। আটক কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

RSS
Follow by Email