রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05ক্রীড়াজেলাজুড়েফতুল্লা

প্রাইমব্যাংক স্কুল ক্রিকেটে না.গঞ্জ হাইস্কুলের জয়লাভ

লাইভ নারায়ণগঞ্জ: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৩-২৪ এর নারায়ণগঞ্জ অঞ্চলের খেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাইমব্যাংক নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার জুনায়েদ আহমেদ।

ক্রিকেট উপকমিটির কনভেনার ফারুক বিন ইউসুফ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার অতিঃ সাঃ সম্পাদক জাকির হোসেন শাহিন, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার,কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম,ডা.রাকিবুল ইসলাম শ্যামল,মাহবুবুল হক উজ্জল,ডিষ্ট্রিক ক্রিকেট কোচ জিয়াউল হক জিয়া প্রমুখ।

জেলার ৮টি স্কুল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে গতবারের চ্যাম্পিয়ণ নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ ৬ উইকেটে বি.এন.ডি.ই.ডব্লিও স্কুলকে পরাজিত করে শুভ সূচনা করেছে। প্রথমে ব্যাট করতে নেমে বি.এন.ডি.ই.ডব্লিও স্কুল ১১২ রানে অলআউট হয়ে যায় তাদের ফাহিম করেন ৪৪ রান। হাইস্কুলের নুসায়ের , জিহাদ ও অমি ২টি করে উইকেট পান। জবাবে হাইস্কুল ৪ উইকেট হারিয়ে ১১৩ রান করে ম্যাচ জিতে নেয়। নারায়ণগঞ্জ হাইস্কুলের গোলাম মোর্শেদ ৬৩ রান করেন।

RSS
Follow by Email