বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েবন্দরশিক্ষা

আনোয়ার মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের আনোয়ার মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) সরকারি কদম রসুল কলেজের প্রাঙ্গনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট ৩৩টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এসময় আনোয়ার মডেল স্কুলের অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্কুলের সভাপতি কামাল হোসেন, বক্তব্য রাখেন স্কুলের উপদেষ্টা ও বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক কবির হোসেন, বন্দর উপজেলা ক্রীড়া কল্যাণ পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ তৌফিক, স্কুলের পরিচালন সোহেল মিয়া।

মো: পনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্কুলের উপদেষ্টা ও সাবেক জাতীয় ফুটবলার মো: আমান, উপদেষ্টা মো: ফারুক, মো: জিল্লুর রহমান, পরিচালক আ: হালিম মুমিন ও ব্যবসায়ী মো: শাকিলসহ স্কুলের শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ।

RSS
Follow by Email