বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02জেলাজুড়েরাজনীতি

২টি সংসদীয় কমিটির সদস্য হলেন শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এই দুটি মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুসারে সংসদ নেতার অনুমতিক্রমে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পিএস মান্না এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন এইচএম ইব্রাহীম। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শাজাহান খান, ফাহমী গোলন্দাজ বাবেল, এস এম আল মামুন, এস এম ব্রহানী সুলতান মামুদ, আসাদুজ্জামান, মো. আবদুল্লাহ।

RSS
Follow by Email