বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েফতুল্লা

র‌্যাডিকেল ডিজাইনের শ্রমিকদের লিংকরোড অবরোধ

লাইভ নারায়ণগঞ্জ: র‌্যাডিকেল ডিজাইনের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক অবরোধ করে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সস্তাপুর এলাকায় এই অবরোধ বিক্ষোভ করেন র‌্যাডিকেল ডিজাইন লি: গার্মেন্টস কারখানার শ্রমিকরা।

সস্তাপুর এলাকায়্য অবস্থিত রপ্তানিমুখী তৈরি পোশাক রযাডিকেল ডিজাইন লি: এর শ্রমিকরা গণমাধ্যমকে জানায়, চলতি জানুয়ারি মাস শেষ পর্যায়ে চলে এলেও মালিকপক্ষ এখনও গত ডিসেম্বর মাসের বেতন তাদের দেননি। কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও সকালে শ্রমিকরা কাজে যোগদান করার পর জানতে পারে আজ বেতন দেয়া হবে না। গত মাসের বকেয়া পরিশোধ করতে অপারগতা প্রকাশ করে কারখানা কতৃপক্ষ নোটিশ টানিয়ে দেয়। সেই নোটিশ দেখে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। বিকেলে শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ করতে করতে কারাখানা থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গিয়ে অবস্থান নেয়।

এ ব্যাপারে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আযম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা লিংক রোডে অবরোধ সৃষ্টি করে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মালিকপক্ষের সাথে কথা বলে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে শ্রমিকদের আশ্বাস দিলে তারা রাস্তা থেকে সরে আসে। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

RSS
Follow by Email