বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
সোনারগাঁস্বাস্থ্য

এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলো ভাইস চেয়ারম্যানের মেয়ে

লাইভ নারায়ণগঞ্জ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমরের মেয়ে জান্নাতুল ফেরদৌস।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২ আগস্ট) বিকালে তার মৃত্যু হয়েছে।

জান্নাতুল কাঁচপুর মোশারফ ওমর স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির ছাত্রী সে।

সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমরের একমাত্র মেয়ে ছিল জান্নাতুল। মেয়েকে হারিয়ে তিনি এখন পাগলপ্রায়। শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো পরিবার। কাঁচপুর মোশারফ ওমর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-সহপাঠীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকার আওয়ামী লীগ নেতা বাবুল ওমর বাবুর একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস ৩০ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিও) নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।

এদিকে জান্নাতুলের মৃত্যুতে এমপি লিয়াকত হোসেন খোকা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি কায়সার হাসনাত গভীর শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরটিভির সাংবাদিক আবুল হাসেমের শিশু সন্তান মারা গিয়েছিল।

RSS
Follow by Email