বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05আদালতজেলাজুড়েসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা দায়ের

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে মিলন নামের যুবককে পিটিয়ে হত্যার ঘটনার ১দিন পর মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহত যুবকের মা শহীতুন নেছা অজ্ঞাত আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক।

ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় জনতার পিটুনিতে মিলনের মৃত্যু হয়েছে। নিহত মিলনের বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাস দমন আইনসহ চুরির অভিযোগে চারটি মামলা রয়েছে। সোমবার তার মা হত্যার ঘটনায় হত্যা মামলা করেন। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২২ জানুয়ারি দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ এলাকায় গণপিটুনিতে ৩৬ বছর বয়সী মো. মিলন নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে গত রোববার রাতে দুইজনকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশে সোপর্দ করে তাদের দু’জনকে। এই ঘটনার প্রেক্ষিতে দুপুরে লোকজন নিয়ে এলাকায় আসে মিলন। তখন মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে এলাকাবাসী সেখানে জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। পরে মিলনকে ধরে পিটুনি দেয় আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

RSS
Follow by Email