বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led04জেলাজুড়েফতুল্লা

ডিবির অভিযানে চানমারিতে ৫জন আটক, হেরোইন উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা চানমারি এলাকায় মাদকের অভিযান পরিচালনা করে ৫জনকে আটক করেছে নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৪০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয় বলে জানায় ডিবি। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম।

আটককৃতরা হলেন, মো. সজিব (৩২), মো. স্বপন মিয়া (৪৪), মো. রাজন খান (৩৫), মো. স্বপন মিয়া (২৪) ও আমিনুল ইসলাম (৬৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম বলেন, আমাদের ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার ফতুল্লা থানার চানমারি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমরা হাতে নাতে ৫জনকে আটক করেছি ও তাদের কাছ থেকে ২৪০ পুড়িয়া হেরোইন উদ্ধার করতে সক্ষম হই। আটককৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email