শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতি

অনুষ্ঠিত হতে যাচ্ছে পাগলার চালক শ্রমিক ইউনিয়ন নির্বাচন

লাইভ নারায়ণগঞ্জ: অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তজিলা ট্রাক কভার ভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন পাগলা শাখার নির্বাচন।

গত শুক্রবার (১২ জানুয়ারি) নির্বাচনের তফসিল ঘোষণা করেন বাংলাদেশ আন্তজিলা ট্রাক কভার ভ্যান মিনিট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আহমেদ পলাশ। তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।

এদিকে নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই বাছাই চলবে ২১ জানুয়ারি। এরপর ২২ জানুয়ারি সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন হিসেবে রাখা হয়েছে। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে ২৩ জানুয়ারি। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ জানুয়ারি সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।

সর্বশেষ নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি)। ভোট গ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। এ নির্বাচনের ভোটকেন্দ্র দেওয়া হয়েছে আলীগঞ্জ খেলার মাঠে।

RSS
Follow by Email