সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েসদর

পথ শিশুদের শীতের পোশাক উপহার দিলেন লায়ন মোহাম্মদ ইউসুফ আলী

লাইভ নারায়ণগঞ্জ: দেশের অন্যান্য অঞ্চলের মতো তীব্র শীতে জেঁকে বসেছে নারায়ণগঞ্জ শহর। ধনী-গরিব সবাই যখন শীতের পোশাক কিনতে ব্যস্ত, আর সেই সময় অসহায় সুবিধা বঞ্চিত পথ শিশুরা কনকনে শীতে কাতরাতে থাকে স্টেশনের প্ল্যাটফর্মে।

শীতের তীব্রতা দেখে শনিবার (১৩ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ রেল স্টেশনে বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মোহাম্মদ ইউসুফ আলী মাসুদের আন্তরিক সহযোগিতায় অসহায় সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে শীতের পোশাক উপহার দেওয়া হয়েছে।

এসময় অসহায় সুবিধা বঞ্চিত পথ শিশুদের স্বপ্ন ছোঁয়া পাঠশালার শিক্ষক ও সাংবাদিক ইউসুফ আলী প্রধান বলেন, লায়ন মোহাম্মদ ইউসুফ আলী মাসুদ সাহেব একজন মানবতার ফেরিওয়ালা তিনি বরাবরই অসহায় মানুষের পক্ষে নিঃস্বার্থভাবে সহযোগিতা করেন আমরা তার দীর্ঘআয়ু কামনা করি। এভাবে যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসে তাহলেই পথ শিশু মুক্ত নারায়ণগঞ্জ হবে ইনশাআল্লাহ।

RSS
Follow by Email