বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
জেলাজুড়েরাজনীতি

নারায়ণগঞ্জ-৫ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

লাইভ নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মোট ৪ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে ৩ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংসদ নির্বাচনের আইন অনুযায়ী, কোনো আসনের মোট ভোটের আট ভাগের এক ভাগের বা শতকরা সাড়ে ১২ শতাংশের চেয়েও কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাতিলের বিধান রয়েছে।

দ্বাদশ জাতীয় নির্বাচন (২০২৪) এর ভোটগ্রহণ করা হয় ৭ জানুয়ারি (রবিবার)। রাতে ভোটগণনা শেষে এ আসনে জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রার্থী একেএম সেলিম ওসমানকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন, ১ লাখ ৫২ হাজার ২৮৯ ভোট। এ ছাড়া বাকি কেউই নূন্যতম ১২.৫% ভোট পাননি, যার ফলে তাদের জামানতের ২৫ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে ইলেকশন কমিশন (ইসি)।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের এ এম এম একরামুল হক পান ৬ হাজার ৬৭৬ ভোট, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বি.এস.পি) ছামছুল ইসলাম ১ হাজার ৭১৮ ভোট, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির মোঃ আবদুল হামিদ ভাসানী ভূঁইয়া পান ১ হাজার ৮৩১ ভোট।

RSS
Follow by Email