রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led03সোনারগাঁ

বিগত দিনে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর পায়তারা চলেছে: এসপি প্রত্যুষ কুমার

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, এখানে আসার সময় মনে হলো, বিগত দিনে আমাদের এই সুন্দর বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর পায়তারা চলেছে। তবে, এটা বাস্তব যে যখন কোথাও দুর্গোৎসব হয়েছে, তখন যেমন আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। একইসাথে ইদের সময়ও এই গ্রাম-বাংলার মানুষ কখনো মনে করে না যে কে হিন্দু আর কে মুসলিম। এখানে যেমন ওরশ মোবারক হলে সবাই যায়, তেমনই যাত্রা গান হলে সবাই ছুটে যায়। এই বাংলার এটাই চিরচরিত্র নিয়ম।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, বাংলার মানুষকে কখনো এক পাল্লায় বেঁধে রাখা যায়নি। ধর্মিয় কোন অনুষ্ঠানে যেমন কেউ কখনো কোন বাঁধা দেয় নাই, অন্য কোন অনুষ্ঠানেও কেউ কখনো বাঁধা দেয় নাই এবং বাঁধা দেওয়া যাবেও না। আজকের এই লোকজ উৎসবের উপস্থিতি এটাই প্রমান করে। কেউ যদি এইসব অনুষ্ঠান নষ্ট করার চেষ্টা করে তাদের শক্ত হাতে প্রতিহত করবেন। আমাদের সাহায্য করবেন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. মফিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, ট্যুরিস্ট পুলিশ সুপার (ঢাকা রিজিয়ন) মো. নাইমুল হক।

RSS
Follow by Email