বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
রাজনীতি

সমাবেশ সফলের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ বিএনপির প্রস্তুতি সভা

লাইভ নারায়ণগঞ্জ: ২৫ শে অক্টোবর বিএনপি সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা। সোমবার (২১ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এম,ডাব্লিউ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, ডি,এইচ,বাবুল, এস,এম,আসলাম, যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ইউসুফ মিয়া, এড্যাঃ হাবিবুর রহমান মাসুম, ৭নং ওর্য়াড বিএনপির সভাপতি দিদার আলম, সিনিয়র সহ- সভাপতি সাইফুর রহমান বাদল, সাধারণ সম্পাদক জামান মির্জা, ২নং ওর্য়াড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৪নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৯নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, ১০নং ওর্য়াড বিএনপি সভাপতি আনিস সিকদার, ৬নং ওর্য়াড বিএনপির সভাপতি মোস্তফা মিয়া, থানা বিএনপির সদস্য শামীম আহাম্মেদ ঢালী, শাখাওয়াত হোসেন খাঁন, যুবদল নেতা সাগর প্রধান, জাকির হোসেন, জাহাঙ্গীর আল প্রধান, রানা হক, আব্দুস সালাম, কামরুজ্জামান, সাব্বির হোসেন ও সাজ্জাদ প্রমূখ।

আলোচনা সভায় মাজেদুল ইসলাম বলেন, আগামী ২৫ শে অক্টোবর আমাদের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সমাবেশ সফল করার জন্য সবাই কে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে। আমরা যেন সুন্দর ভাবে সমাবেশ শেষ করতে পারি তার জন্য এক থাকতে হবে। আপনারা সমাবেশ সফল করার জন্য প্রতিটি ওর্য়াড থেকে যার যার সাধ্যমত নেতাকর্মী নিয়ে অংশ গ্রহন করবেন। তিনি আরো বলেন, আপনারা সবাই খেয়ার রাখবেন যারা এতোদিন আওয়ামীলীগ করে এখন আবার বিএনপি নেতা হতে চাচ্ছে তারা যেন বিএনপির নেতাকর্মীদের ছবি ব্যবহার করে কোন ধরবেন ব্যানার, ফেস্টুন লাগাতে না পারে।

RSS
Follow by Email