রবিবার, জুলাই ৬, ২০২৫
অর্থনীতিগণমাধ্যম

৮ জুলাই প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে: স্বপন চৌধুরী

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন (বিকেওএ) এর আসন্ন পরিচালনা পর্ষদ ২০২৫-২০২৭ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৫ জুলাই) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, সেই ৫০ জন প্রার্থীই তাদের কাগজপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন বোর্ডের সদস্য মো. স্বপন চৌধুরী।

মো. স্বপন চৌধুরী বলেন, “যারা বিকেওএ নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা সবাই আজ মনোনয়নপত্র দাখিল করেছেন। যে ৫০ জন মনোনয়নপত্র কিনেছেন, ঠিক সেই ৫০ জনই মনোনয়নপত্র দাখিল করেছেন।”

তিনি আরও জানান, আগামী ৮ জুলাই, মঙ্গলবার বেলা ১১টা থেকে মনোনয়নপত্র বাছাই পর্ব শুরু হবে। একই দিনে বিকেল ৪টায় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মো. স্বপন চৌধুরী বলেন, “খুবই উৎসবমুখর পরিবেশে আজ মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। এতে আমাদের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও আমরা সদস্যবৃন্দ উৎফুল্ল।”

RSS
Follow by Email