সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led02সদর

৭ লাখ ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নগদ ৭ লাখ ৮০ হাজার টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাজ থেকে জাল নোট ছাপানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল শনিবার (৭ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো ফেনীর আকরামপুরের মৃত আবু তালেবের ছেলে মো. আলমগীর হোসেন (৩৪), চাদপুরের ফরিদগঞ্জ থানার আদশা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. রাসেল (৩২) ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানার রামখানা কদমতলার আজিজ রহমানের ছেলে মো. রুবেল ইসলাম ওরফে হৃদয় (২০)।

পুলিশ সুপার জানান, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ‘খ’ জোনের বিশেষ অভিযানে ৬ অক্টোবর গ্রেপ্তার হয় আসামীরা।

RSS
Follow by Email