৭ নভেম্বর জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার ঐতিহাসিক মাইলফলক: মাসুদুজ্জামান
লাইভ নারায়ণগঞ্জ: মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক দীর্ঘ বিবৃতিতে তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব কেবল একটি রাজনৈতিক পরিবর্তন ছিল না, এটি ছিল জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক ঐতিহাসিক মাইলফলক। তিনি বলেন, “এদিন দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী ও জনতা রাজপথে নেমেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। ৭ নভেম্বরের এই ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়েই দেশে আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা হয়।”
তিনি স্মরণ করেন, সেই অন্ধকার সময়ে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল। কিন্তু দেশপ্রেমিক সৈনিক ও জনতার অভ্যুত্থানে ৭ নভেম্বর তিনি মুক্ত হন, যার ফলে দেশে গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়।
বিবৃতিতে মাসুদুজ্জামান মাসুদ ২০০৭ সালের ১/১১ এর অঘোষিত সামরিক শাসন এবং পরবর্তী আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দমন-নীতির তীব্র সমালোচনা করেন।
তিনি অভিযোগ করেন, এই সরকার দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে এবং গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার রাজত্ব কায়েম করেছে। তিনি গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ রাখা এবং জননেতা তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করার অভিযোগ আনেন।
মাসুদুজ্জামান মাসুদ রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরে বলেন: “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীর ওপর চালানো হয়েছে ভয়াবহ নিপীড়ন, কারাবরণ, গুম ও খুনের মতো রাষ্ট্রীয় সন্ত্রাস। প্রতিষ্ঠিত করা হয়েছে ‘আয়নাঘর’ নামের এক গোপন নির্যাতন কেন্দ্র।”
তবে তিনি ৫ আগস্টের ছাত্র-জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, এই জাতি অন্যায়ের কাছে মাথা নত করে না।
মাসুদুজ্জামান মাসুদ জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হবে।”
নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “৭ নভেম্বরের চেতনায় আমরা ঐক্যবদ্ধ হই। এই শহর একসময় ছিল শিল্প, শ্রম ও সংগ্রামের শহর। এখন সময় এসেছে সেই ঐতিহ্য পুনরুদ্ধারের। আসুন, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাই।”
