শনিবার, নভেম্বর ৮, ২০২৫
রাজনীতি

৭ নভেম্বর জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল: স্বপন চৌধুরী

লাইভ নারায়ণগঞ্জ: মহান ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর চেতনাকে স্মরণ করে নারায়ণগঞ্জ মহানগর জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা)-এর সভাপতি মো. স্বপন চৌধুরী বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এই দিনটি নতুন প্রেরণা যোগায়। তাঁর মতে, জাতীয় ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনাই ৭ নভেম্বরের মূল শিক্ষা।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল গাড়িবহর নিয়ে শোভাযাত্রা শুরুর পূর্বে সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বপন চৌধুরী বলেন, “১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিলেন, তারা শেখ মুজিব সরকারেরই অংশ ছিলেন, শুধু নাম ও পদবির পরিবর্তন হয়েছিল। এই অবস্থায় জাতির মধ্যে ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছিল। ঠিক তখনই সিপাহী–জনতার ঐক্যবদ্ধ বিপ্লব ৭ নভেম্বর সেই অন্ধকার ভেদ করে জাতিকে মুক্তির পথ দেখায়। জনগণ তখন তাদের মুক্তির দিশারী হিসেবে পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।”

সিদ্ধিরগঞ্জ থানা জাসাস’র আহ্বায়ক মো. শামীম আহমেদ ঢালী ও সদস্য সচিব মো. আকাশ প্রধানের নেতৃত্বে এই বিশাল গাড়িবহরের শোভাযাত্রাটি ৭নং ওয়ার্ড থেকে শুরু হয়। শোভাযাত্রায় সহস্রাধিক গাড়িসহ অসংখ্য মোটরসাইকেল অংশগ্রহণ করে। জাসাসের এই শোভাযাত্রাটি পরে বটতলীতে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের মূল র‍্যালিতে যোগদান করে।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা জাসাস সহ ১০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগানে সিদ্ধিরগঞ্জের রাজপথ মুখরিত করে তোলে।

RSS
Follow by Email