সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
জেলাজুড়েসদর

৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র তানজিল

লাইভ নারায়ণগঞ্জ: নগরীর ডিআইটি মার্কেট এলাকা থেকে তানজিল ইসলাম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত ২৫ আগস্ট বিকেল হতে তানজিলকে খুজে পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের আগে তানজিল সবুজ টুপি, নেভি ব্লু জুব্বা (পাঞ্জাবী) ও পাজামা পড়া ছিলো। নগরীর সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল পাঠানটুলী এলাকার আকবর হোসেনের ছেলে তানজিল ইসলাম। হারিয়ে যাবার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ২৮ আগস্ট একটি সাধারন ডায়েরী (নম্বর-১১৬৯) করা হয়। কোন স্বহৃদয়বান ব্যক্তি তানজিলকে দেখলে বা পেয়ে থাকলে ফোনে (০১৭১১৮৯১১১০ অথবা ০১৯৮২৬৯২৭৩৮ কিংবা ০১৩১৩৮৮৭৯০২) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

RSS
Follow by Email