মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led03জেলাজুড়ে

৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা, কোনো কর বাড়াচ্ছে না এনসিসি

লাইভ নারায়ণগঞ্জ: কোনো নতুন কর আরোপ ছাড়াই ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নগরভবনের অডিটরিয়ামে এনসিসি প্রশাসক এএইচএম কামরুজ্জামান এই বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত থেকে একই পরিমাণ অর্থ আয় এবং ৬৭৮ কোটি ১৩ লাখ ৫৭ হাজার ১৩৮ টাকা ব্যয় ধরা হয়েছে। বছর শেষে ৯৬ কোটি ৪০ লাখ ২১ হাজার ১৯ টাকা উদ্বৃত্ত থাকবে বলে আশা করা হচ্ছে।

এই বাজেটে অবকাঠামো উন্নয়ন, যেমন রাস্তাঘাট ও ড্রেন নির্মাণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও মশক নিধন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং যানজট নিরসনেও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় এনসিসি ২০ কিলোমিটার পানির সঞ্চালন পাইপলাইন, ৩০০ কিলোমিটার বিতরণ পাইপলাইন স্থাপন এবং ৩৫ হাজার হোল্ডিংয়ে স্মার্ট মিটার সংযোগের কাজ করবে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের জন্য জালকুড়িতে একটি স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ সম্পন্ন হয়েছে এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য কদমরসুল অঞ্চলে ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

বাজেটে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং খেলাধুলার মানোন্নয়নের জন্য মাঠ উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, সকল ধর্মের প্রতি সম্মান জানিয়ে ১৬নং ওয়ার্ডের নাগবাড়িতে সাধু নাগ মহাশয় মন্দির নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলমান আছে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ৩৪টি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন এবং ৪টি কবর সংরক্ষণের কাজ চলছে। সমাজকল্যাণ কর্মসূচির আওতায় ল্যাকটেটিং মাদার ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে।

বাজেট ঘোষণাকালে এনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন, এবং বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email