শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
Led04রাজনীতি

৭১ থেকে ২৪ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্যের শিকার মুসলমান: মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে মুসলমান। আজও টুপি পরে অনেক অফিসে ঢোকা যায় না। দাড়ি রেখে অনেক জায়গায় যাওয়া যায় না। মুসলমান দেখলেই কটূক্তি করা হয়। মুসলমানদের সন্ত্রাসী বলা হয়। বোরকা পরা নারীদের চাকরি দেওয়া হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাড়ি-টুপি রেখে চলা যায় না। সবচেয়ে বৈষম্যের শিকার হয়েছে মুসলমান। এরপর বৈষম্যের শিকার হয়েছেন আলেমরা ও কওমি মাদ্রাসার আলেমরা। এ দেশ মুসলমানদের। এ দেশ অন্য কারও নয়। তবে দেশে সবার অধিকার রয়েছে। ইসলাম অনুযায়ী দেশ শাসন চলবে। আমেরিকা, রাশিয়া, চীন, জাপানের সঙ্গে ও যাঁরা ভারতের গোলামি করেন, তাঁদের শাসক হিসেবে দেখতে চাই না।

শুক্রবার (১৫ নভেম্বর) ২১ নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মাসুম বিল্লাহ।

এসময় তিনি আরও বলেন, রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তন ছাড়া গণমানুষের মুক্তি আসবে না। বার বার নেতা ও দল পরিবর্তনে কোন কাজে আসবে না। যত দিন পর্যন্ত আদর্শভিত্তিক ন্যায়পরায়ণ, আল্লাহভীরু শাসক না আসবে, তত দিন পর্যন্ত শান্তির আশা করা বৃথা। গণহত্যাকারীরা দেশ থেকে কিভাবে পালালো তার জবাব কে দেবে? তিনি বলেন, উপদেষ্টা সরকার জনগণের সবচেয়ে শক্তিশালী সরকার। কিন্তু কার ভয়ে তারা কঠোর কোন সিদ্ধান্ত নিতে পারছে না।

গণ সমাবেশে ২১নং ওয়ার্ড সভাপতি মুহা. ইমাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি নুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নগর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, আবুল হাশেম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email