৭০ বছরের বৃদ্ধ নিখোজ, সন্ধান চায় পরিবার
লাইভ নারায়ণগঞ্জ: কৃষ্ণচন্দ্র দত্ত নামের ৭০ বছর বয়সী একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোজ হয়েছে। এ ঘটনায় সেই নিখোজ হওয়া বৃদ্ধের সন্ধান চায় তার পরিবার।
পরিবারের সদস্যরা উল্লেখ করে, ‘২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জের এনসিসি ১৩ নং ওয়ার্ড কলেজরোড এলাকা থেকে নিখোঁজ হন তিনি। সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয় নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আগেও তিনি এভাবে কাউকে না বলে বাসা থেকে চলে যেত, আবার কিছুদিন পর নিজ বাসায় চলে আসতেন। নিখোজ বৃদ্ধ নিজ বাসার রাস্তা স্মরণ রাখতে পারেন না। কোন সহৃদয়বান ব্যক্তি যদি উনার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানাঃ কলেজ রোড ১৩ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সদর। মোবাইল নাম্বারঃ ০১৭৫৩৪২০৪৭’