সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03আড়াইহাজার

৭ম শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ নিজ গৃহে

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মারিয়া আক্তার (১২) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের চম্পক নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারিয়া ওই গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান. স্থানীয় লোকদের মাধ্যমে খবর পেয়ে দুপুরে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

নিহতের পরিবার জানায়, তাকে ঘরে রেখে তার মা বাইরে গেলে কিছুক্ষণ পড়ে এসে দেখে দরজা লাগানো। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দরজা ভেঙে ভেতর গিয়ে দেখতে পান মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

RSS
Follow by Email