শনিবার, অক্টোবর ২৫, ২০২৫
শিক্ষা

৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘জিনিয়াস বৃত্তি পরীক্ষা’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুলের প্রায় ৬ হাজার শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো জিনিয়াস ফাউন্ডেশনের বহুল প্রতীক্ষিত ‘জিনিয়াস বৃত্তি পরীক্ষা’। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের মোট চারটি কেন্দ্রে ঘণ্টাব্যাপী এই পরীক্ষা নেওয়া হয়।

বৃত্তি প্রকল্পের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম এই উদ্যোগের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, “অদম্য মেধাবীদের নিয়ে এই বৃত্তি প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সফলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের লক্ষ্য সুদূরপ্রসারী— আগামী বিশ্ব যেন এই মেধাবীদের দ্বারা পরিচালিত হয়, সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকি।”

বৃত্তি প্রকল্পের পরিচালক মো. ইসমাইল জানান, “২০০৫ সাল থেকে এই বৃত্তি কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রায় ৬ হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই জিনিয়াস বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যেন তাদের মেধার বিকাশ ঘটাতে পারে।”

নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান এই আয়োজনের প্রশংসা করে বলেন, “জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জিনিয়াস বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বৃত্তি পরীক্ষা নারায়ণগঞ্জে আলোড়ন সৃষ্টি করেছে।” তিনি জানান, দীর্ঘদিন ধরে এই প্রকল্পটি চলমান থাকলেও, একবার এটি বন্ধ হয়ে গিয়েছিল। তবে নতুন করে আবারও এই গুরুত্বপূর্ণ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, এই বৃত্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা কয়েকটি বিভাগে বিভক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই বৃত্তি কার্যক্রম ফাউন্ডেশনের অন্যতম প্রধান প্রকল্প, যার মাধ্যমে শত শত শিক্ষার্থী উপকৃত হয়েছে এবং হচ্ছে।

RSS
Follow by Email