৬ আগস্ট নয়াপল্টনে বিএনপির বিজয় মিছিলে যোগ দেবেন মাসুদুজ্জামান
লাইভ নারায়ণগঞ্জ: আগামী ৬ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে আয়োজিত বিজয় মিছিলে যোগ দেবেন ব্যবসায়ী ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ।
শনিবার (৩ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান তিনি।
বার্তায় তিনি বলেন, জুলাই আমাদের আন্দোলনের প্রতীক, আগস্ট আমাদের বিজয়ের প্রত্যয়। তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার আন্দোলনে নরায়ণগঞ্জ—৫ এর প্রতিটি নেতা—কর্মী প্রস্তুত। আমরা ৬ আগস্ট কেন্দ্রীয় বিজয় র্যালিতে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করব। নারায়ণগঞ্জ—৫ এর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে নেতাকর্মীরা সুসজ্জিত ব্যানারসহ ঢাকায় র্যালিতে যোগ দেবেন। জনগনের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আজ সময় এসেছে একসাথে দাড়ানোর। নারায়ণগঞ্জ—৫ আসনের বিএনপি সকল দেশপ্রেমিক নাগরিক, সমর্থক ও শুভানুধ্যায়ীকে ৬ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।