রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led02জেলাজুড়েরাজনীতিসিদ্ধিরগঞ্জ

৬নং ওয়ার্ডে শামীম ওসমানের গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। গেল ১৮ ডিসেম্বর হতে নানা কৌশলে নিজ নিজ আসনভিত্তিক এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। নারায়ণগঞ্জ-৪ আসনে এবারও আওয়ামী লীগের ‘নৌকা’র মাঝি তিনি।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে গণসংযোগ শুরু করে শুমিলপাড়ায় যান শামীম ওসমান। মুরুব্বিদের কাছে দোয়া প্রার্থণা, ছোটদের মাথায় হাত বুলিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে নির্বাচনের ডাক পৌঁছান তিনি। হাঁটতে হাঁটতে এসওরোডের মেঘনা ডিপো এলাকায় হয়ে সিরাজমন্ডল বাড়ি এলাকায় আসেন তিনি। এসময় এলাকাবাসীর সাথে কুশোল-বিনিময় করার সময়ে ‘নৌকা’র মাঝিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বারমাষ্ঠান এলাকায় হয়ে জাহাঙ্গীর মাষ্টার এর এলাকা এসে গণসংযোগ শেষ করেন শামীম ওসমান।

গণসংযোগকালে শামীম ওসমান বলেন, আমি ভোট চাইতে নয়, ভোট ভিক্ষা করতে নয়, আমি জনগণকে সজাগ করতে এসেছি। একদল দেশজুড়ে গাড়িতে আগুন, ট্রেনে আগুন লাগিয়ে নৈরাজ্যের সৃষ্টি করছে। জনগণের ভোগান্তি বাড়ছে, ক্ষয়-ক্ষতি হচ্ছে। জনগণ হলেন রাষ্ট্রের মালিক। তারা হুকুম করলেই হাজার হাজার মানুষ নিয়ে মাঠে নেমে পরবো।

প্রসঙ্গত, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী প্রচারণা করছেন নারায়ণগঞ্জের ৫ টি আসনের প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। অবশেষে ৭ জানুয়ারী ভোট গ্রহণ করা হবে।

RSS
Follow by Email