৫ দফা শুধু জামায়াতের দাবি নয়, দেশের সকল মানুষের দাবি: মঈনউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মঈনউদ্দিন আহমাদ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “৫ দফা শুধু জামায়াতের দাবি নয়, দেশের সকল মানুষের দাবি।” তিনি আগামী নির্বাচনে ব্যবসায়ী, আলেম সহ সর্বস্তরের জনপ্রতিনিধিকে অংশ নেওয়ার আহ্বান জানান।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জামায়াত যে পাঁচটি প্রধান দাবি নিয়ে কর্মসূচি পালন করেছে তার মধ্যে রয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন। উভয় কক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন। আওয়ামী লীগ সহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের বিচার। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। দ্রুততম সময়ের মধ্যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন ও কাঠামোগত সংস্কার নিশ্চিত করা।
মহানগরী আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল জব্বার এর সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মাওলানা আব্দুল জব্বার বলেন, “২৪ এর জুলাই আন্দোলনে আমরা প্রায় ২ হাজার ছাত্র জনতা হত্যা এবং অসংখ্য মানুষের অঙ্গ হানির মধ্য দিয়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। জুলাই সনদ এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে চাষাঢ়া থেকে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত আমাদের সাথে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে যুক্ত হয়েছেন।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ আগে হওয়া দরকার এজন্য যে, আওয়ামী লীগের মতো কোনো দল জোর জবরদখল করে যেন ফ্যাসিজম সৃষ্টি করতে না পারে।” তিনি প্রশ্ন তোলেন, বিগত আমলে ‘১০০% এর উপরে ভোট কাস্ট’ হয়েছিল, “আপনারা কি এটা চান? সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই সনদ, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে।”
জামায়াতের এই নেতা ইসলামি দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের আগে ‘গণ ভোট’ আয়োজনের পক্ষে মত দেন। তিনি বলেন, “নির্বাচনের ১৫ দিন পূর্বে গণ ভোটের আয়োজন করলে এক খরচে নির্বাচনও হয়ে যাবে।”
বক্তারা অবিলম্বে ঘোষিত পাঁচ দফা দাবি মেনে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আমির মুমিনুল হক সরকার, মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, জেলা কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মুক্তিযোদ্ধা অধ্যাপক ইলিয়াস মোল্লা, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচএম নাসির উদ্দিন এবং জেলা জামাতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না।