বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫
অর্থনীতি

৫ দফা দাবীতে পাটকল শ্রমিকদের সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ: ৫ দফা দাবীতে সমাবেশ করেছে বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) এর নিয়ন্ত্রণাধীন করিম জুট মিলের অবসানকৃত শ্রমিক ও স্থানীয়রা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ডেমরার সারুলিয়া এলাকায় করিম জুট মিলের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে এ সমাবেশ করে তারা।

৫ দফা দাবীর মধ্যে রয়েছে, অবিলম্ভে করিম জুট মিলসহ বন্ধকৃত সকল পাটকল সরকারীভাবে চালু করতে হবে। যে সকল মিল লিজ দেয়া আছে সে সকল লিজ চুক্তি অবিলম্ভে বাতিল করতে হবে। মিলের কোন স্থাপনাই কোন প্রকার সারের গুদাম হিসেবে ভাড়া দেয়া যাবে না। বন্ধ পাটকল গুলোতে সারের গুদাম করার বিষয়ে কৃষি সচিবের বক্তব্য অবিলম্ভে প্রত্যাহার করতে হবে এবং অবিলম্ভে শ্রমিকদের সকল বকেযা পাওনা পরিশোধ করতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, পরিবেশের ক্ষতি ও আশপাশে বসবাসরত মানুষজনের স্বাস্থ্যহানী হতে পারে মর্মে মিলে কোন প্রকার সারের গুদাম না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ করছি। উল্লেখিত দাবী সমূহ আদায় না হওয়া পর্যন্ত অবসানকৃত সকল শ্রমিক সহ স্থানীয় সকল ব্যক্তিবর্গ ঐক্যবদ্ধ থেকে কঠোর কর্মসূচি পালন করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন, স্থানীয় পাটকল শ্রমিক নেতা আব্দুল হাকিম।

RSS
Follow by Email