৫ দফা দাবিতে এসপিকে ইসলামী আন্দোলনের স্মারকলিপি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, তীব্র যানজট, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন নাগরিক সমস্যার সমাধান চেয়ে জেলা পুলিশ সুপারকে (এসপি) স্মারকলিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি পেশের পর মুফতি মাসুম বিল্লাহ গণমাধ্যমকে বলেন, “নারায়ণগঞ্জ দেশের একটি ঐতিহ্যবাহী শিল্পনগরী। কিন্তু বর্তমানে আইনশৃঙ্খলার অবনতি, যানজট, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন সমস্যায় এখানকার মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।” তিনি জননিরাপত্তা ও নাগরিক স্বার্থে তাদের উত্থাপিত দাবিসমূহ তুলে ধরেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ হলো: মেট্রোরেল প্রকল্প-২ এ নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা: যাতে রাজধানীর সঙ্গে নিরাপদ ও আধুনিক যোগাযোগ নিশ্চিত হয়। যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা: ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা ও অবৈধ পার্কিং বন্ধ করা। ফুটপাত দখলমুক্ত করা: যাতে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারে। চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূল: পুলিশের কঠোর অভিযান ও নিয়মিত টহল জোরদার করা।
স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান ও সেক্রেটারি আ. মজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।