রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
রাজনীতি

৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সোমবার

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগপৎ আন্দোলনের চতুর্থ দফা কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকাল ৩টায় চাষাড়া শহীদ মিনারে এই কর্মসূচি সফল করার জন্য দলের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বাদ মাগরিব এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি সুলতান মাহমুদ এই আহ্বান জানান।

নেতৃদ্বয় বিবৃতিতে তাদের চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের ৫ দফা দাবি তুলে ধরেন, ১. গণভোট আয়োজন: তফসিলের আগে গণভোটের আয়োজন করা। ২. সাংবিধানিক আদেশ: জুলাই সনদের আইনী ভিত্তির জন্য সাংবিধানিক আদেশ দেওয়া। ৩. নির্বাচনী পদ্ধতি: জুলাই সনদের ভিত্তিতে পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন। ৪. বিচার ও নিষিদ্ধকরণ: গণহত্যার বিচার, এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৫. ফ্যাসিবাদের বিচার: ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই ৫ দফা দাবীতেই আগামীকাল দেশের সকল জেলা শহরের অংশ হিসেবে চাষাড়া শহীদ মিনারে সবাই উপস্থিত থাকবেন। তারা হুঁশিয়ারি দেন, “আমাদের ধারাবাহিক কর্মসূচি চলছে। এতেও যদি সরকারের বোধোদয় না হয়, তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচির পথে হাঁটতে বাধ্য হবে জনতা।”

RSS
Follow by Email