বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
Led04ফতুল্লা

৫ কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় শাড়ি জব্দ, আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে পাগলা কোস্টগার্ড। এ সময় শাড়িবাহী ট্রাকের চালককে আটক করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন পাগলা কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশির পর ট্রাক থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২ হাজার ২৮২ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ৫ কোটি ১৩ লাখ টাকা। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।

জব্দকৃত শাড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

RSS
Follow by Email