৫ আগষ্টের পরে মানুষ চায় ইসলামী দল দেশের ক্ষমতায় বসুক: মুফতি মাসুম বিল্লাহ
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ৫ আগষ্টের পরে এদেশের মানুষ চায় ইসলামী দল নতুন করে এদেশের ক্ষমতায় বসুক। যাতে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। তাই ইসলামী আন্দোলন এর প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও বেড়ে গিয়েছে। কারণ বিগত শাসকরা দেশের কল্যাণের চেয়ে নিজেদের কল্যাণে বেশি ব্যস্ত ছিল। সুতরাং আমাদের দায়িত্বশীলদের আরও বেশি বেশি স্হানীয় জনকল্যাণমুখী কাজে বিশেষ ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২৩ মে) থানা কার্যালয়ে সকাল ৮টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর ওয়ার্ড ও দায়িত্বশীল তারবিয়াতে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী হাবিবুল্লাহ মিসবাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রধান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি জনাব সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ বিল্লাল হোসেন খান।
বিশেষ অতিথি সুলতান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণযোগ্য অবস্থান তৈরি করবে। দেশের মানুষ আর লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না। তারা দেশপ্রেমিক মানবহিতৈষীকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে, ইনশাআল্লাহ।