শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led03রাজনীতি

৫ আগষ্টের আগের আন্দোলনের সাথে মুক্তিযুদ্ধের মিল পাওয়া যায়: এড. সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: ‘মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের প্রধান ঘটনা। মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধের ইতিহাস সকলের মাঝে ছড়িয়ে দেয়া আমাদের প্রধান দায়িত্ব। পশ্চিমাদের শোষণের কারণেই আমাদের এই মুক্তিযুদ্ধ। এই যুদ্ধের ১৪ ডিসেম্বর যে ঘটনা যারা ঘটিয়েছে এটি একটি মর্মান্তিক ঘটনা। এই দিনে কত মানুষ মারা গিয়েছিল সেটা আমরা আজও নির্ধারণ করতে পারিনি। এটাকে আমরা আমাদের একটি ব্যর্থতা বলে মনে করি।’

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। এ চক্রান্ত রুখে দিতে পারে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে। সেজন্য আমরা সবাই সচেষ্ট থাকবো এবং ঐক্যবদ্ধ থাকবো। ১৯৭১ সালে আমরা স্বাধীন হয়েছি। আমাদের কয়েক বছর পর স্বাধীন হওয়া দেশগুলো আমাদের থেকে অনেক দূর এগিয়ে গিয়েছে। তবে নানা কারণে আমরা এখনও পিছিয়ে আছি।

সাখাওয়াত হোসেন খান বলেন, আগষ্ট একটি বিপ্লব হয়েছে। বাকস্বাধীনতা ও মানুষের মৌলিক অধিকার থেকে আমাদের দেশকে অনেক পেছনে নিয়ে যাওয়া হয়েছে। শুধু কোটা সংস্কারের জন্য আন্দোলনটি হয়নি। মানুষের মাঝে যে ক্ষোভ ছিল তার কারণে মানুষ রাস্তায় নেমে এসেছে। আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে সবার উপরে বিবেচনা করি। তবে ৫ আগষ্টের আগের আন্দোলনের সাথে মুক্তিযুদ্ধের মিল পাওয়া যায়।

তিনি আরও বলেন, মিরপুর, যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় টার্গেট করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এটা জাতি আশা করেনি। আমরা ৫৩ বছরে যেখানে যাওয়ার কথা ছিল আমরা সেখানে যেতে পারিনি। তবে আজ জাতি ঐক্যবদ্ধ। আমরা পাঁচ আগষ্টের বিপ্লবের উপর শপথ নিতে চাই, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন করে যেন এ দেশকে গড়ে তুলতে পারি

RSS
Follow by Email