শনিবার, জুলাই ২৬, ২০২৫
Led05রাজনীতি

৫৪ শহীদের স্মরণে ‘তাজা প্রাণ’র রোপণ করবে গণসংহতি

লাইভ নারায়ণগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং এতে নারায়ণগঞ্জে শহীদ ৫৪ জন বীরের স্মরণে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে শুক্রবার (২৫ জুলাই) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ সিটি পার্কে বিকেল ৩টায় শুরু হবে এই কর্মসূচি, যেখানে শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেবেন।

ফ্যাসিবাদবিরোধী এই ঐতিহাসিক লড়াইয়ে নারায়ণগঞ্জের জনপদে স্বজন, আমানত, রিয়া গোপ সহ ৫৪ জন শহীদ হয়েছিলেন। তাদের প্রতি যথাযথ সম্মান জানাতে গণসংহতি আন্দোলন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে গত ১৮ জুলাই “জুলাই সমাবেশ ও শহীদী মার্চ” অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও, শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চলে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। এই ধারাবাহিকতায় আগামীকাল ৫৪ জন শহীদের নামে ৫৪টি ফলদ ও ঔষধী গাছ রোপণ করা হবে।

কর্মসূচি উপলক্ষে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন ও নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস যৌথ বিবৃতিতে বলেন, “আমরা শহীদের রক্ত বৃথা যেতে দেবো না। বৈষম্যের বিরুদ্ধে জনতার এ লড়াই সকল বৈষম্যের অবসানের মধ্য দিয়েই সমাপ্ত হতে পারে। এই শহীদরা সেই চলার পথে আমাদের পথপ্রদর্শক। গণসংহতি আন্দোলন সেই লক্ষ্যে অবিচল। ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ ও জনগণের অধিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই চলমান রয়েছে। রোপণকৃত গাছগুলো প্রাণ-প্রকৃতিকে রক্ষায় ঢাল হিসেবে কাজ করবে। যেমন করে আমাদের শহীদেরা জীবন দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম, দলের ফতুল্লা থানার যুগ্ম আহ্বায়ক আব্দুল আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, প্রতিবেশ আন্দোলন জেলার আহ্বায়ক রাইসুল রাব্বি, যুব ফেডারেশনের জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি সহ প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email