সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
Led03রাজনীতি

৫৪ বছর মুক্তিযুদ্ধকে বিকৃত করা হয়েছে: মাসুদুজ্জামান

লাইভ নারায়ণগঞ্জ:
৫৪ বছর বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে বিকৃত করা হয়েছে। স্বাধীনতা একবারই হয়েছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সেটা করেছে এ দেশের মুক্তিযোদ্ধারা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মাসুদুজ্জামান।

সোমবার (১৩ অক্টোবর) শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক ও সাবেক এমপি মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত ‘মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

মাসুদুজ্জামান বলেন, বিগত সময় বিভিন্নভাবে দেশের সূর‌্য সন্তানদের ব্যবহার করা হয়েছে। সেটির পুনরাবৃত্তি আর দেখতে চাইনা। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিছি। আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আপনাদের (মুক্তিযোদ্ধাদের) সাথে নিয়ে ইতিহাস বিকৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিবো।

তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান, উনি আপনাদেরই ভাই। তার স্বপ্ন ছিলো বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়া। এই স্বাধীনতা ফিরিয়ে দেয়ার জন্য তাকে তার জীবনের বিনিময়ে ত্যাগ স্বীকার করতে হয়েছে। জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নিবন্ধন ফিরিয়ে নতুন করে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জসিম উদ্দিন তোতা, সদর উপজেলা ইউনিটের আহ্বায়ক নূর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ বার কাউন্সিলের সভাপতি এড. হুমায়ুন সরকার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম সরদার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক এবং “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের সভাপতি নূরুদ্দীন আহমেদ।

RSS
Follow by Email